রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নাচোলে আদিবাসীদের মানববন্ধন 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নাচোলে আদিবাসীদের মানববন্ধন 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের (আদিবাসী) জানমালের নিরাপত্তা ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ আগস্ট) নাচোল বাসস্ট্যান্ডে সম্মিলিত আদিবাসী সমাজ ও নাচোল উপজেলা আদিবাসী ছাত্রছাত্রী যুবসমাজের আয়োজনে, উত্তরবঙ্গের আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুর্মুর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সুপ্রীমকোর্ট বারের অ্যাড. প্রভাত টুডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তীর্কি, জেলা মুক্তিমোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসী) একাডেমির সভাপতি বিধান সিং। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম, নাচোল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক, আদিবাসী নেতা মন্টু পাহান ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের উপজেলা সেক্রেটারী রঞ্জনা বর্মন। 

মানববন্ধনে জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, আদিবাসীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রইলো। সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রথা নেশা তৈরি ও ব্যবহার পরিহার করে জনসাধারণের সঙ্গে আগামীর সোনার বাংলা গড়ার লড়াইয়ে শামিল হতে হবে বলে আহ্বান করেন।        

টিএইচ